ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঁচা মরিচ দিয়ে তৈরি করা হতো গুঁড়ো মসলা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ৩০, ২০২৩
পঁচা মরিচ দিয়ে তৈরি করা হতো গুঁড়ো মসলা!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পঁচা মরিচ দিয়ে গুঁড়ো মসলা তৈরির অপরাধে ইব্রাহিম মসলা মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া শিয়ালকোল বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে বিসমিল্লাহ কনফেকশনারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হাসান আল মারুফ জানান, চন্ডিদাসগাতি এলাকায় ইব্রাহিম মসলা মিলে পঁচা মরিচ ব্যবহার করে গুঁড়ো মসলা তৈরি করা হচ্ছিল। আজ দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদউত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করায় শিয়ালকোল বাজারে বিসমিল্লাহ কনফেকশনারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।