ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, সাতজনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ৩০, ২০২৩
পাকুন্দিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, সাতজনকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারে রাস্তার পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা (অস্থায়ী) উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাতজনকে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরের দিকে উপজেলার মঠখোলা বাজারে অভিযান চালিয়ে এ উচ্ছেদ ও জরিমানা করা হয়। নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।  

অভিযানকালে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা পুলিশ ও গ্রাম পুলিশসহ স্থানীয়রা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঠখোলা বাজারে রাস্তার পাশের ফুটপাত দখল করে অস্থায়ী অবৈধ স্থাপনা তৈরি করে জনসাধারণের পথচলায় বাধা সৃষ্টি করায় সাতজনকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ স্থাপনা, রাস্তায় রাখা দোকানের মালামাল ও ফলের দোকান অপসারণ করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।