ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন শাবানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ২, ২০২৩
অভাবের তাড়নায় আত্মহত্যা করলেন শাবানা প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শাবানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ। শাবানা ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়া এলাকার আমির হোসেন সুমিলের স্ত্রী।

শুক্রবার (২ জুন) সকালে নিহতের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ ঘটনা উল্লেখ করে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় কোনো কাজকর্ম করতে পারতেন না। ফলে সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শাবানা নিজ বাসার বেসিনে কাজ করছিলেন। এ সময় বাদী বাড়ির সামনের দোকানে সিগারেট খাওয়ার জন্য যান। সেখান থেকে সাড়ে ৮ টার দিকে বাসায় ফিরে দেখতে পান ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। তখন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশপাশের লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকেন। পরে দেখতে পান ঘরের লোহার এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন শাবানা।  এরপর তাকে দ্রুত হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত শাবানার স্বামী আমির বলেন, অভাবের তাড়নায় রাগে-ক্ষোভে আমার স্ত্রী আত্মহত্যা করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু থানায় অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।