ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিয়ানমারে খাদ্য-চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে ‘সমুদ্র জয়’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ৩, ২০২৩
মিয়ানমারে খাদ্য-চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে ‘সমুদ্র জয়’

ঢাকা: ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’।

শনিবার (৩ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বিত প্রয়াসে ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটে দেশটিতে। এছাড়া বহু সংখ্যক আহত এবং দেশজুড়ে ৮৬০টির বেশি বাড়িঘর ও ১৪টি হাসপাতাল বা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এমইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।