ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুন ৫, ২০২৩
মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেপ্তার  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তার দম্পতি

ঢাকা: মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. জমির মোল্যা (৪০) ও তার স্ত্রী তাসলিমা বেগম (৩৮)।

 

সোমবার (৫ জুন) দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, রোববার (৪ জুন) রাতে ঢাকার সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুরে ২০১৭ সালে একটি মানবপাচার মামলা হয়। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর থেকে ওই দম্পতি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিল।

গ্রেপ্তার জমির মোল্যা ও তাসলিমা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।