ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃষ্টি চেয়ে ঠাকুরগাঁওয়ে ইসতিসকার নামাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ৫, ২০২৩
বৃষ্টি চেয়ে ঠাকুরগাঁওয়ে ইসতিসকার নামাজ

ঠাকুরগাঁও: কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল।

নেমে গেছে পানির স্তর; যে কারণে সৃষ্টি হয়েছে তীব্র সংকটের। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় শহরের গোয়াল পাড়া কওমি মাদরাসার মাঠে সালাতুল ইসতিসকার করেছে স্থানীয়রা।

সোমবার (৫ জুন) খোলা আকাশের নিচে ঠাকুরগাঁওয়ের গোয়াল পাড়া কওমি মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শহরের প্রায় ৪ শতাধিক মানুষ। নামাজে ইমামতি করেন ইসলামবাগ মসজিদের মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ। নামাজের পর তিনি খুৎবা পাঠ করে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়াও করেন।

এদিকে দারুস সালাম মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আরও দুদিন তারা ইসতিসকার নামাজ আদায় করবেন।

মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। পানির জন্য কষ্ট করছেন তারা। বৃষ্টি বা পানি আল্লাহতায়ালা সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।