ঠাকুরগাঁও: কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল।
সোমবার (৫ জুন) খোলা আকাশের নিচে ঠাকুরগাঁওয়ের গোয়াল পাড়া কওমি মাদরাসার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শহরের প্রায় ৪ শতাধিক মানুষ। নামাজে ইমামতি করেন ইসলামবাগ মসজিদের মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ। নামাজের পর তিনি খুৎবা পাঠ করে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়াও করেন।
এদিকে দারুস সালাম মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আরও দুদিন তারা ইসতিসকার নামাজ আদায় করবেন।
মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। পানির জন্য কষ্ট করছেন তারা। বৃষ্টি বা পানি আল্লাহতায়ালা সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এমজে