ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা গ্রুপের টিস্যু কারখানার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৮ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে এ আগুন লাগে।

খবর পেয়ে সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বাংলানিউজকে জানান, ভোর ৫টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করে তথ্য জানাতে পারবো।

জানা যায়, সকালে টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আরও পড়ুন...
সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।