ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
তালতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বরগুনা: বরগুনার তালতলীতে ফুল গাছে পানি দেওয়ার জন্য মর্টার চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নয়ন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ জুন) সকালে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন ওই এলাকার কাশেম হাওলাদারের ছেলে।

নয়নের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির আঙ্গিনায় ফুল গাছে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মর্টার চালু করতে গিয়ে নয়ন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।