ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ৮, ২০২৩
বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

ঢাকা: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনের সামনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে এ জানাজা হয়।

জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।

এছাড়া ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  

পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ জুন ) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি পাঁচ ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।