ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ৮, ২০২৩
মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল

পাবনা (ঈশ্বরদী): মাইলেজ জটিলতা নিরসনসহ নানা দাবিতে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীরা।  

আগামী ১৩ জুনের মধ্যে দাবিগুলো না মানলে নির্ধারিত ডিউটি ছাড়া আর অতিরিক্ত ডিউটি করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

বৃহস্পতিবার (৮ জুন) সকাল পৌনে ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে এ কর্মসূচি পালিত হয়।  

বিক্ষোভ সমাবেশে রেলওয়ের গার্ড, টিটিই, লোকো মাস্টারসহ শতাধিক রানিং স্টাফ অংশ নেন।

সমাবেশে বাংলাদেশ রানিং স্টাফ কর্মচারী ও শ্রমিক কর্মচারী সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি ফজলুর হকের সভাপতিত্বে রেলওয়ে কর্মচারী শাহিন ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ গার্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি ঈশ্বরদী শাখার সম্পাদক রবিউল ইসলাম, ওয়েল ফেয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল ইসলাম সনু, গার্ড কাউন্সিল ঈশ্বরদী শাখার সম্পাদক সাঈদ ইকবাল, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার যুগ্ম সম্পাদক এস এম আহসানুল হক আশা, রেলওয়ে কর্মচারী আবদুল্লাহ আল মামুনসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।