সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় মো. শাহজাহান আলী (৪০) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই বাসটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।
নিহত মো. শাহজাহান আলী বদর স্পিনিং মিলস লিমিটেডের সিনিয়র মেইনটেইন্যান্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের কাছে থাকা একটি অফিস আইডি কার্ড থেকে এ তথ্য পাওয়া গেছে।
মরদেহের পরনে কালো রঙের ফুল প্যান্ট, খয়েরি রঙের ফুল হাতা চেক শার্ট ছিল।
আটক বাস চালক মো. পিন্টু মিয়া (৪০) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ধূসর গ্রামের আবুল হোসেনের ছেলে।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে সড়ক বিভাজক টপকে নিরবচ্ছিন্ন গাড়ি চলাচলের লেন পার হচ্ছিলেন মো. শাহজাহান আলী। এসময় ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ নবীনগর বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের ওই বাসটিকে আটক করেন। পরে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার ও বাসও জব্দ করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, সড়ক বিভাজক টপকে সড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। আমরা মরদেহের পরিচয় এখনো নিশ্চিত নই। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এসএফ/এনএস