ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ১১, ২০২৩
গাজীপুরে ট্রাক চাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ২ সংগৃহীত ছবি

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

 

রোববার (১১ জুন) সকালে উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার এলাকা থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরো একজন।  

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জুন ১১, ২০২৩
আরএস/এসএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।