ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়িয়াল খাঁয় অবৈধভাবে বালু উত্তোলন, আটকদের বিরুদ্ধে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আড়িয়াল খাঁয় অবৈধভাবে বালু উত্তোলন, আটকদের বিরুদ্ধে মামলা 

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় নয় জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।  

সোমবার (১২ জুন) সকালে নয় জনের বিরুদ্ধে শিবচর উপজেলার কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে তাদের আটক করা হয়।  

গ্রেফতাররা হলেন, আনসার আলী সরকার, খোকন আহম্মদ, মো.আজিজুল হক, হায়দুল ইসলাম কাজল, রাসেল মাদবর, কাজল খান, সিরাজুল ইসলাম, রতন মণ্ডল ও আলিমুর রহমান জনি। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর, কালকিনিসহ জেলার বিভিন্ন স্থানে।

এর আগে রোববার (১১ জুন) দুপুরে শিবচরের আড়িয়াল খাঁ নদসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।  

অভিযানকালে ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, শিবচরে আড়িয়াল খাঁ নদের সঙ্গে তিনটি সেতু। একটি রেল সেতু এবং একটি নতুন অন্যটি পুরাতন সেতু। সেতুর চারপাশ খুবই সংবেদনশীল জায়গা। এখানে একটি চক্র ড্রেজিং করে বালু বিক্রি করছে। নদে এমন ড্রেজিং-এর ফলে রেল সেতুর ব্যাপক ক্ষতির ঝুঁকি রয়েছে।  

তিনি বলেন, বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে শিবচর থানা পুলিশ, নৌ-পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন জানান, গ্রেফতারদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ১২, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।