ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গলে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
জঙ্গলে পড়েছিল অটোরিকশাচালকের মরদেহ প্রতীকী ছবি।

গাজীপুর: গাজীপুর কালিয়াকৈর উপজেলার বরাব এলাকার জঙ্গল থেকে সাদ্দাম হোসেন (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১২ জুন) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

মৃত সাদ্দাম পাবনা ইশ্বরদী উপজেলার আলতাপাড়া এলাকার হাতেম মোল্লার ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ভান্নাড়া পূর্বপাড়ায় বাসা ভাড়া থাকতো সাদ্দাম হোসেন। সেখানে থেকে তিনি অটোরিকশা চালাতেন। বৃহস্পতিবার ( ৮ জুন) অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে সাদ্দাম হোসেন নিখোঁজ হয়। আজ সকালে বরাব এলাকায় একটি জঙ্গলে সাদ্দাম হোসেনের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। তার অটোরিকশাটি পাওয়া যায়নি।  

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।