ঢাকা: রাজধানী ঢাকা থেকে সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (১২ জুন) আদাবর ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন, যৌতুক মামলায় চার বছরের কারাদণ্ড প্রাপ্ত মো. শরিফুল ইসলাম এবং মাদক মামলায় তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাপ্ত মো. নুরুল ইসলাম।
র্যাব জানায়, রাজধানীর আদাবর এলাকায় একটি অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. শরিফুল ইসলামকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা এসব ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা নিজেদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসজেএ/এসআইএ