ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত

সাভার (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা রাচি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আফসানা রাচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা রাচি। এ সময় পেছন থেকে একটি খালি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

রাচিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বাংলানিউজকে বলেন, আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আনা হয়েছিল। তবে তিনি হাসপাতালে আসার আগেই মারা যান। তার মুখে জোরালো আঘাতের চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।