ঢাকা: বহুল আলোচিত ২০২০ সালে নাটোর সদরের চরতেবাড়িয়া এলাকায় এক কিশোরীকে অপহরণসহ ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সোমবার (১২ জুন) গভীর রাতে পাবনা সদর থানাধীন পৈলানপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. নাঈম (২৪), মোছা. হালিমা বেগম (৪২) ও মোছা. আম্বিয়া বেগম (২০)।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব-৩ এর অধিনায়ক জানান, ২০২০ সালের ২৪ অক্টোবর নাটোর সদরের চরতেবাড়িয়া এলাকার এক কিশোরীকে নাঈমের নেতৃত্বে কয়েকজন তরুণ মিলে মাইক্রোবাসে করে তুলে পাবনায় নিয়ে যান। সেখানে একটি বাড়িতে আটকে রেখে ভিকটিম কিশোরীকে ধর্ষণ করেন। কিছুদিন পর আসামি নাঈম ভিকটিমকে জোড় করে বিয়ে করেন। পরবর্তীতে তারা ভিকটিমের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে দেহ ব্যবসার কাজে রাজি হতে বাধ্য করেন। এই ঘটনার একমাস পর ১০ ডিসেম্বর ২০২০ সালে ভিকটিম তাদের এই অশ্লীল স্বার্থ হাসিলের কাজে আর জড়িত হবে না দাবি করলে নাঈম ও তার অপকর্মের প্রধান দুই সহযোগী হালিমা ও আম্বিয়া মিলে তাকে বেধড়ক মারপিট করে ঘরে ফেলে রাখেন। আসামি আম্বিয়া নাঈমের বিবাহিত স্ত্রী ও হালিমা তার নিকট আত্মীয়।
পরে জ্ঞান ফিরে আসলে ভিকটিম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। এরপর ভিকটিম তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে। পরবর্তীতে ভিকটিমের বাবা নাটোর সদর থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করে।
এই মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত গত ১৩ এপ্রিল পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর প্রেক্ষিতে নাঈম, হালিমা ও আম্বিয়াকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএমআই/এসআইএ