ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
বিমানবন্দরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

ঢাকা: ঢাকার বিমানবন্দর থানাধীন রেলস্টেশন এলাকা থেকে একটি ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সেখানে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

আটক ছিনতাইকারী চক্রের চার সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসজেএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।