ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাকালুকি হাওরে মিলল ‘পরিউলের’ মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
হাকালুকি হাওরে মিলল ‘পরিউলের’ মরদেহ

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ হাকালুকি হাওরের নাদানজুরি বিল থেকে রিয়ান আহমদ (৪০) নামে এক পরিউল-এর (পাহারাদার) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) বেলা দেড়টার দিকে মরদেহটি উদ্ধার কর হয়।

 

নিহত রিয়ান আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘাটেরবাজার পূর্বগাঁও এলাকার ফরিদ মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, রিয়ান আহমদ নাদানজুরি বিলে পরিউল (পাহারাদার) হিসেবে কাজ করতেন। মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় নৌকা চালিয়ে বিল পারাপারের সময় তিনি নিখোঁজ হন। এরপর খালি নৌকা দেখে সহকর্মীরা তাকে খুঁজতে থাকেন।

আজ বুধবার (১৪ জুন) বেলা দেড়টার দিকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেন।  

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াৎ হোসেন বলেন, মনে করা হচ্ছে, লোকটি ডুবে মারা গেছেন।  নিহত ব্যক্তির নাম রিয়ান আহমদ। তিনি বিলের পাহারাদার ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।