ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রান্নাঘরে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
রান্নাঘরে বজ্রপাতে নারীর মৃত্যু, আহত ৪ বাংলানিউজ ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মোছা. জহুরা খাতুন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চারজন।

এদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত জহুরা খাতুন স্থানীয় মোস্তফা কামালের স্ত্রী।  

আহতরা হলেন- বৃ-কাঁঠালিয়া গ্রামের মোছা. নাজমা খাতুন (৪২), শরীফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।  

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বাংলানিউজকে জানান, সকালে বাড়ির উঠানে রান্নাঘরে কাজ করছিলেন জহুরা, নাজমা, শরীফা ও রোকসানা। পাশের ঘরে বসে ছিলেন রফিকুল। এ সময় বৃষ্টি শুরু হলে রান্নাঘরে বজ্রপাতে ওই পাঁচজনই গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, বজ্রপাতে জহুরা খাতুনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। তবে আহতদের মধ্যে দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।