ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

বরগুনা: বরগুনা আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন) বরগুনা জেলা আদালতে হাজিরা দিতে আসার পথে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের স্ত্রী তাসলিমা আক্তার (৫০), মেয়ে ইলমা (১৯), জয়নাল আবেদিন (৬০), জাহিদুল (২০) ও সুমন (৩৫)।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে উপস্থিত ইউসুফ শরীফ বলেন, পুলিশের নিরাপত্তা নিয়ে আমরা মোটরসাইকেলযোগে হাজিরা দিতে বরগুনা আদালতে আসছিলাম। এদিন (১৪ জুন) সকাল পৌনে ৯টার দিকে গৌরিচন্না টেকনিক্যাল কলেজ অতিক্রমের সময় পূর্বপরিকল্পিতভাবে সরিষামুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও তার ভাইয়ের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে আমার স্ত্রী-কন্যাসহ পাঁচ জন আহত হয়।

ইউসুফ শরীফ এসময় অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যই এ হামলা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সরিষামুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দার বলেন, সবই সাজানো নাটক। ইউসুফ শরীফ আদালতে হাজিরা দিতে এসেছেন দেশীয় অস্ত্রসহ। যার ফুটেজ ভাইরাল হয়েছে।  

প্রতিপক্ষই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।