ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টারিয়ানদের বিবৃতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ওই বিবৃতি ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেছেন।
বুধবার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আগামী ২০২৩-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আব্দুর রাজ্জাক এ মন্তব্য করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
আব্দুর রাজ্জাক বলেন, ইউরোপীয় ইউনিয়নের ৬ জন পার্লামেন্টারিয়ান বিবৃতি দিয়েছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটা পড়ে আমার মনে হয়েছে, বিএনপির ইউরোপীয়ান শাখা এই বিবৃতিটি দিয়েছে। এই ভাষায়, এই বিষয় এবং এতো তথ্য ভুল, এতো মিথ্যাচার এবং এতো উদ্দেশ্যপ্রণোদিত, এটি অত্যন্ত দুঃখজনক। একজন নাগরিক হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি ব্যথিত হয়েছি। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারিয়ানের কাছ থেকে আমি এই বিবৃতি আশা করিনি। তারা বলেছেন, এখানে যারা সংখ্যালঘু, যারা খ্রিস্টান, যারা হিন্দু তাদের ওপরেও নাকি নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, তারা নাগরিক হিসেবে বঞ্চিত হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আওয়ামী লীগ জন্ম থেকে অসাম্প্রদায়িক, ধর্ধনিরপেক্ষ, গণতান্ত্রিক দল। এই আদর্শ থেকে কোনো দিন আওয়ামী লীগ বিচ্যুত হয়নি। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইলে গত ১৪ বছরে কোনো বিএনপির নেতাকর্মী গ্রেফতার হয়নি। অনেক আদিবাসী আছে, জিজ্ঞাসা করেন কেন তারা আওয়ামী লীগকে ভোট দেয়, ৯৯ ভাগ আওয়ামী লীগকে ভোট দেয়। তারা জানে আওয়ামী লীগ তাদেও নাগরিক অধিকারের পূর্ণ মর্যাদা দেয়। এই সংসদের মাধ্যমে আমি বলতে চাই জাতিসংঘের মহাসচিবকে, আপনি টিম পাঠান, একটি প্রতিনিধি দল পাঠান। ইউরোপীয় ইউনিয়নের এই তথ্য এবং বক্তব্য যদি তারা প্রমাণ করতে পারে যে, আমরা সংখ্যালঘুর ওপর নির্যাতন করেছি, তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছি, আমরা তার জন্য জবাব দেব এবং যেকোনো শাস্তি আমরা মাথা পেতে নেবো। কিন্তু এই ধরনের মিথ্যাচারকে আমরা কখনও গ্রহণ করতে পারি না। আরও অনেক কথা তারা বলেছে, এগুলোরও কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। সাময়িক বিপর্যয় হতে পারে, আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ দল, এই বাংলাদেশ আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যত রকম আন্তর্জাতিক ষড়যন্ত্রই হোক এবং স্বাধীনতা যুদ্ধের সময় তাদেরকে আমরা পরাজিত করেছিলাম, তারা আমাদের পায়ের নিচে আত্মসমর্পন করেছিলো। যত ষড়যন্ত্রই করুক তারা, অনেক বড় বড় শক্তি তাদের সমর্থন দিয়েছিলো, সপ্তম নৌবহর পাঠিয়েছিলো, তারপরও আমরা বিজয়ী হয়েছি সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে।
মন্ত্রী বলেন, এ দেশের আইন অনুযায়ী বিচারে খালেদা জিয়ার সাজা হয়েছে। তারা কী করে বলতে পারে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসকে