ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্র আন্দোলনে ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ার গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ছাত্র আন্দোলনে ৯ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ার গ্রেপ্তার

হবিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন হত্যা মামলার আসামি হবিগঞ্জের বনিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের বাশিয়াপাড়া মহল্লা থেকে বানিয়াচং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আনোয়ার হোসেন বাশিয়পাড়া মহল্লার মৃত আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের করে। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলকারী ৪-৫ হাজার লোক বড়বাজার শহীদ মিনারে গিয়ে জড়ো হন। পরে বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে থানার সামনে এলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ সাতজন নিহত হন।

এসময় ভিডিও ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। মোট মৃতের সংখ্যা হয় আট। এরপর বিক্ষুব্ধ জনতা থানার উপ-পরিদর্শক সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরদিন গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত নয়জনের পরিবারের পক্ষ থেকে ও এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ও আহত একজনের বাবার পক্ষ থেকে মোট তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামি প্রায় ১০ হাজার।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ছাত্র আন্দোলনে নয়জন হত্যা মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার পলাতক ছিলেন। সন্ধ্যায় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।