বরিশাল: টানা প্রায় আড়াইমাসের মাথায় অফিসিয়াল কোনো সভার ছবিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে দেখা গেছে। যদিও সভাটি বরিশালে নয়, ঢাকার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পরিচালিত তারণ্যের প্রদীপ ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোররবানি বাস্তবায়ন ও কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার (১৪ জুন) সকাল ১১টায় স্থনীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে একটি
আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ওই বার্তার সঙ্গে যুক্ত ছবিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে হাসিমুখেই
দেখা গেছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল রাতে স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে বরিশাল থেকে ঢাকার পথে লঞ্চযোগে রওনা দেন। এরপর তিনি ভিডিও কনফারেন্সে বরিশালের একাধিক অনুষ্ঠানে শরীক হয়েছেন, সেইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সক্রিয় আছেন এ পর্যন্ত।
এদিকে তিনি ঢাকায় অবস্থানকালেই ৩ এপ্রিল নির্বাচন কমিশন বরিশালসহ ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। শুরু থেকেই বরিশাল মহানগর আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তবে ১৫ এপ্রিল স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে বাদ দিয়ে চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরিনয়াবাতকে মনোনয়ন দেওয়া হয়।
এরপর খোকন সেরনিয়াবাত ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ ও ভাতিজা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে ঢাকার বাসায় দেখা করলেও বরিশালে আসেন একা। সাদিক আব্দুল্লাহর অনুপস্থিতি এবং তার বিরোধীরা খোকন সেরনিয়াবাতকে সংবর্ধনা দিয়ে বরিশালে বরণ করে নেয়। আর এর পরই অনেকটা কোণঠাসা হয়ে পড়ে সাদিক অনুসারীরা। কারাবরণের পাশাপাশি কমিটি বিলুপ্তও হয়ে যায় তার ঘনিষ্ঠ সহোচর মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার। আর অনেকটাই লুকোচুরির মধ্য দিয়ে দিন কাটাতে থাকেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিমসহ তার অন্য ঘনিষ্ঠ অনুসারীরা। যদিও কাউন্সিলর প্রার্থী হওয়া সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ও সাংগঠনিক রাজীব হোসেন খান ছিলেন বরিশালেই।
এদিকে ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র সাদিক আব্দুল্লাহ ভোট দিতে আসেননি। যদিও তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হাই কমান্ডের নির্দেশে তিনি বরিশালে নেই। আর এ দুমাস বরিশাল সিটি করপোরেশন কিভাবে চলছে সে বিষয়েও কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। তবে কোন কাজ আটকে নেই বলে জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএস