ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা: বিএমএসএফ শিবচর শাখার শোক ও নিন্দা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: বিএমএসএফ শিবচর শাখার শোক ও নিন্দা

মাদারীপুর: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শিবচর শাখা গভীর শোক ও নিন্দা জানিয়েছে।  

বৃহস্পতিবার(১৫ জুন) রাতে সংগঠনটির উপজেলা শাখার সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের সই করা এক বিবৃতিতে প্রতিবাদ, শোক ও নিন্দা জানানো হয়।

সংগঠনটির সভাপতি অপূর্ব জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম দেলোয়ার হোসাইনের সই করা বিবৃতিতে নেতারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে সারাদেশে সাংবাদিকদের হত্যা, মামলা দিয়ে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং সাংবাদিকদের কাজ ও জীবনের সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।