ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৯) এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর।

তিনি জানান, বিকেলে কুড়িল বিশ্বরোডের উত্তর পাশে রেললাইনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

আলী আকবর জানান, ঘটনাস্থলের আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।