ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থমকে আছে সিলেটের উন্নয়ন প্রকল্পগুলো, দ্রুত বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
থমকে আছে সিলেটের উন্নয়ন প্রকল্পগুলো, দ্রুত বাস্তবায়নের দাবি ছবি: শাকিল আহমেদ 

ঢাকা: ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন, ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম আন্তনগর বিরতিহীন ট্রেন চালুসহ নানা দাবি জানিয়ে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ।

শনিবার (১৭ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামী।

কায়েস সামী বলেন, সিলেট বিভাগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অথচ এই বিভাগ যোগাযোগ ক্ষেত্রে সব থেকে অবহেলিত বলে মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে শুধু সিলেটবাসী উপকৃত হবে এমন নয়। পাশাপাশি সরকারের সিলেট থেকে ব্যাপক রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে। তাই সিলেট বাসীর উন্নয়নে নেয়া প্রকল্প গুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন সোহেলের বলেন, সিলেটের মানুষ অত্যন্ত কষ্ট করে যাতায়াত করছে। সারাদেশে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। সিলেট বিভাগের জন্যও অনেক মেগা প্রকল্প হাতে নিলেও সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। উন্নত সিলেট গড়তে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন ও রেল যোগাযোগে পরিবর্তন সিলেটবাসীর সময়ের দাবি।

সংগঠনটির পাঁচ দাবি হলো-

• ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে আন্তনগর বিরতিহীন নতুন ট্রেন চালু এবং আখাউড়া-সিলেট রেলপথের ব্রডগেজ ও ডাবললাইনের কাজ দ্রুত বাস্তবায়ন।

• ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত বাস্তবায়ন।

• সিলেট বিমানবন্দর টার্মিনালের কাজ দ্রুত বাস্তবায়ন।

• সিলেট বিভাগের জেলা-উপজেলা পর্যায়ে ভাঙ্গা রা স্তা মেরামত এবং

• সিলেট বিভাগের সব নদী খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের  সদস্য সচিব ইনেতেসার আহমদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সমিতি ঢাকার সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, হবিগঞ্জ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক শাহ্ ইমরান, বৃহত্তর সিলেট মিরপুর সমিতির সভাপতি মাহবুব আলম মালু, সিলেট বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সাংবাদিক এম শাহজাহান আহমদ, কুলাউড়া সমিতির সিনিয়র সদস্য আব্দুল মজিদ রোকন ও সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এমকে/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।