ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

গোপালগঞ্জ: বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করেন কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, প্রমথ রঞ্জন সরকার, এফ এম মাহবুব সুলতান বক্তব্য রাখেন।

বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ এ পর্যন্ত যত সাংবাদিককে হত্যা করা হয়েছে সব হত্যার বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।