ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিষ মেশানো খাবার খেয়ে মরল ৩০০ হাঁসের বাচ্চা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
বিষ মেশানো খাবার খেয়ে মরল ৩০০ হাঁসের বাচ্চা

নীলফামারী: নীলফামারীতে নুরুজ্জামান হোসেন নুরু নামে এক খামারির ৩০০ হাঁসের বাচ্চাকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।  

শনিবার (১৭ জুন) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগে হাঁসের বাচ্চার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

খামার মালিকের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কেউ এই ঘটনা ঘটিয়েছে। এতে তার প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

খামারের মালিক নুরুজ্জামান হোসেন নুরু জানান, খামারে থাকা ৫০০ হাঁসের বাচ্চার মধ্যে ৩০০ মারা গেছে এবং প্রায় ২০০ হাঁসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওই ২০০ হাঁসের বাচ্চার অবস্থাও আশঙ্কাজনক।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।