ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা 

সাংবাদিক নাদিম হত্যা: জামালপুরের এসপির প্রত্যাহার চায় ক্র্যাব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা: জামালপুরের এসপির  প্রত্যাহার চায় ক্র্যাব জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলানিউজটোয়েন্টি ফোর ডটকমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা ঘটনায় জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।  

নৃশংস এ হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ও অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিচার নিশ্চিত করতে এ দাবি জানানো হয়েছে।

 

রোববার (১৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আয়োজিত এক মানববন্ধনে ক্র্যাবের পক্ষ থেকে এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মামুনূর রশীদ।

এদিন নাদিম হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সব জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন আয়োজন করে ক্র্যাব।

মানববন্ধনে ক্র্যাব সাধারণ সম্পাদক মামুনূর রশীদ বলেন, আজ আমরা রাজপথে দাঁড়িয়ে বিচারের দাবি করছি। স্বাধীনতার ৫০ বছরেরও আমরা এমনটা আশা করিনি। সাংগঠনিক অবকাঠামো এটার জন্য দায়ী। যেকোনো অপরাধের বিচার হওয়ার উচিত ছিল।  

তিনি বলেন, আমরা নাদিম হত্যার বিচার পাব না। কারণ ইতোমধ্যে জামালপুরের এসপি বলেছেন নাদিমকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়নি। এটা হত্যাকাণ্ডের বিচারকে ব্যাহত করবে।  

তিনি বলেন, জামালপুরের এসপি কার 'পারপাস সার্ভ' করতে চেয়েছেন? এটা আমরা জানতে চাই। অবিলম্বে ওই এসপিকে প্রত্যাহার করতে হবে।

মামুন আরও বলেন, ওই হত্যাকাণ্ডের মূলহোতা বাবু আগে জাপার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নাদিমের মায়ের কাছে আমরা কি জবাব দেব এমন প্রশ্ন রেখে ক্র্যাবের সাধারণ সম্পাদক বলেন, নাদিম একজন প্রতিবাদী সাংবাদিক ছিলেন। বিচার নিশ্চিত না করতে পারলে আগামী সাত দিন পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ডিআরইউর সহ-সভাপতি দীপু সারোয়ার বলেন, ইতোমধ্যে যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। তবে সাংবাদিক নাদিম হত্যার বিচার হবে কি না সেটাও দেখার বিষয়। হত্যা ও নির্যাতনের শিকার যারা হচ্ছেন তাদের বিচার নিশ্চিতে আমাদের মাঠে থাকতে হবে।

ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবির টিপু, ক্র্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান ও  সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসাইন  ইমু বক্তব্য দেন।  
 
গত গত ১৪ জুন রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।