ঢাকা: আসন্ন ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ঈদুল আজহার ছুটির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি প্রস্তাব, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
মন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই জুনের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে। আর যানজট নিরসনে পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে তারা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে যাতে শিল্প এলাকায় উদ্দেশ্যমূলক অস্থিরতা কিংবা নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে। একই সঙ্গে লঞ্চের ধারণক্ষমতার বেশি যাত্রী উঠতে না দিতে ব্যবস্থা নিতে মালিকদের অনুরোধ করা হবে।
এর আগে গত মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হয়। ঈদের ছুটি ২৭ জুন শুরু করার পক্ষে এ কমিটি। মন্ত্রিসভায় এ সুপারিশ অনুমোদন পেলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হবে পাঁচ দিন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
জিসিজি/আরআইএস