ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
নাটোরে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা

নাটোর: ভুল তথ্য-মিথ্যা তথ্য, ছবি, ভিডিও এবং তথ্য যাচাই প্রক্রিয়াসহ নানা বিষয় নিয়ে নাটোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের একটি চায়নিজ রেঁস্তোরায় এ কর্মশালার আয়োজন করা হয়।

 

ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপনসহ কর্মশালার পরিকল্পনা ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন এনটিভির নাটোরের স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান।

এসময় সংবাদ মাধ্যমের নানা দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা শেয়ার করেন সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার জুলফিকার হায়দার জোসেফ, সময় টিভির আল মামুন, যুগান্তরের প্রতিনিধি শহীদুল হক সরকার, বৈশাখি টিভির ইসহাক আলী, বাংলানিউজের মামুনুর রশীদ, যমুনা টিভির নাজমুল হাসান, বিডিনিউজের তরিকুল ইসলাম সবুজ ও দৈনিক প্রভাতি খবর প্রতিনিধি আশরাফুল ইসলাম বাচ্চু।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।