ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাসহ দুই যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাসহ দুই যুবক নিহত 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় পৃথক ঘটনায় রোহিঙ্গাসহ দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর ব্লক এফ/১৪ সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮) ও স্থানীয় উখিয়ার পূর্ব দরগাহবিলের ঠান্ডা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এ/১৪, ১৫ ব্লকে আরসা ও আরএস এর মধ্যে গুলিবর্ষণ শুরু হয়। এ সময় ইমান হোসেন নামে আরএস এর এক সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উখিয়ার পূর্ব দরগাহবিল এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার সকাল বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তিনি একজন মানসিক রোগী ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩

এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।