ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩
গোপালপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ফাইল ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২১ জুন) বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গোয়ালপাড়া এবং উত্তর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের মৃত জোয়াহের মুন্সীর দুই ছেলে কৃষক ফজলুল হক (৫০) ও উত্তর পাথালিয়া গ্রামে আবুল কাশেম (৪২)।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় বাইশকাইল গ্রামের ফজলুল তার ছোট ভাই বাকপ্রতিবন্ধী সোহরাব উদ্দিন আকাশকে নিয়ে মাঠে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ফজলুলের মৃত্যু হয়। এ সময় ছোট ভাই সোহরাব আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, উত্তর পাথালিয়া গ্রামের কাশেম বৃষ্টির সময় ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগদা শিমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল জানান, নিহতদের দুইজনের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) সকালে দাফন করা হবে।  

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।