ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ২২, ২০২৩
মেহেরপুরে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান

মেহেরপুর: অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি, বিক্রি, নিম্নমানের শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে মেহেরপুরে দুইটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ অভিযান।  

বৃহস্পতিবার (২২ জুন) জেলা সদর উপজেলার দীঘিরপাড় ও ঝাউবাড়িয়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।

 

নেতৃত্ব দেন অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।  

এ সময় তার সঙ্গে ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. জিবরাইল হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।

অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, মেয়াদোত্তীর্ণ অনেক পণ্য ফ্রিজে ও র‌্যাকে সংরক্ষণ করে বিক্রি অননুমোদিত নিম্নমানের শিশুখাদ্য বিক্রি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দীঘিরপাড় এলাকার মেসার্স সেলিম স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রি এবং প্রস্তুতকৃত দইয়ে যথাযথভাবে মেয়াদসহ মূল্য না থাকা ও বিক্রির অপরাধে ঝাউবাড়িয়ায় একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।