ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গণকমিটির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গণকমিটির মানববন্ধন

মাগুরা: মাগুরায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করা ডাক্তারদের ফিস কমানোসহ ১১ দফা দাবি নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে গণকমিটি।

সোমবার (২৬ জুন) সকালে চৌরাঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ১১ দফা দাবি তুলে ধরা হয়।  

গণকমিটির আহ্বায়ক কাজী ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, যুগ্ম সদস্য সচিব শম্পা বসু, যুগ্ম আহ্বায়ক এটিএম মহব্বত আলী।

মানববন্ধনে বক্তারা আরও জানান, মাগুরা জেলায় চিকিৎসা ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত, ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ রয়েছে লোকবল সংকট। জেলায় কমিউনিটি ক্লিনিক আছে সেখানে ডাক্তার থাকে না। সরকারি হাসপাতালের অধিকাংশ টেস্ট, ওষুধ বেশিরভাগ চিকিৎসা সেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। অন্যদিকে ব্যাঙের ছাতার মত অবৈধ ক্লিনিক গজিয়ে উঠেছে। যে কারণে রোগীরা এসব ক্লিনিকে গিয়ে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটছে।  

সম্প্রতি মাগুরায় দুই ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার।  

এ সময় জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থা দূর করার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।