ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদযাত্রায় চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ঈদযাত্রায় চাপ নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

নারায়ণগঞ্জ: ঈদকে ঘিরে গ্রামে ফেরার যাত্রা শুরু হলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। নেই কোনো বাড়তি চাপ।

সোমবার (২৬ জুন) দুপুরে মহাসড়ক ঘুরে দেখা গেছে, মহাসড়ক অনেকটা ফাঁকা। যানবাহনের চাপ তেমন একটা নেই, নেই যানজটও।

ট্রাফিক বিভাগের প্রত্যাশা, এবার ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে ও ফিরতে পারবে মানুষ।

তবে মহাসড়কে বেড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও কাভারভ্যানের সংখ্যা।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হানিফ বাসের চালক মো. আউয়াল হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে আমরা প্রতিবছর যাত্রী পরিবহন কাজে ব্যস্ত থাকি। তবে এবার ঈদুল আজহায় সেরকম কোনো যানজট পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের টিআই মো. ইব্রাহিম জানান, মানুষের ঈদযাত্রা ভোগান্তিবিহীন ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে৷ ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এখনও দেখা যায়নি। মহাসড়কে দুর্ঘটনারোধ করতেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।