ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া আগামী জুলাই মাসের প্রথমার্ধে ঢাকায় আসছেন।

সূত্র জানায়, উজরা জেয়ার সফর সামনে রেখে কাজ চলছে।

সফরের বিষয়ে বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র কারো পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

নিরাপত্তাসহ অন্যান্য কারণে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সাধারণত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর নিয়ে মন্তব্য করে না। সফর চূড়ান্ত হলে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গণতন্ত্র শক্তিশালীকরণ, সর্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক সহায়তাকে সমর্থন, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানবপাচার দূর করার জন্য বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন। বাংলাদেশ সফরকালেও এসব বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
টি আর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।