ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র ব্যবসাকে সক্ষম করে তোলার আহ্বান গুতেরেসের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
ক্ষুদ্র ব্যবসাকে সক্ষম করে তোলার আহ্বান গুতেরেসের

ঢাকা: ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে কঠিন পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘের মহাসচিব বলেন, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা বিশ্বজুড়েই অর্থনীতি, সমাজ ও জীবনযাত্রায় বড় ধরনের ভূমিকা পালন করে। এসব ব্যবসা বেকারত্ব কমায়, প্রবৃদ্ধি ও উদ্ভাবনে গতি আনে এবং নতুন বাজার ও শিল্পের অনুসন্ধান করে। এ সত্ত্বেও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সরবরাহ প্রক্রিয়ার বিঘ্ন ঘটলে এই ব্যবসাগুলোই সবার আগে ঝুঁকিতে পড়ে। মূল্যস্ফীতি ও সরবরাহ প্রক্রিয়ার বিঘ্নের কারণে পুরো বৈশ্বিক অর্থনীতিই ধাক্কা খেয়েছে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসাগুলোর মালিক সিংহভাগ তরুণ প্রজন্ম ও নারীরা এবং তারাই সর্বোচ্চ ঝুঁকিতে আছে।

তিনি বলেন, এবার দিবসটির প্রতিপাদ্য নারী ও তরুণ উদ্যোক্তা এবং সরবরাহ প্রক্রিয়ার দ্রুত পুনরুদ্ধার। আমাদের অবশ্যই এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যা ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসাবান্ধব হয় এবং বাজার ও আর্থিক বিষয়াদিতে সমান সুযোগ নিশ্চিত করতে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণকে তরান্বিত করে। এই ব্যবসাগুলোকে কঠিন পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তোলা আমাদের প্রয়োজন। আমাদের টেকসই সরবরাহ প্রক্রিয়া গড়ে তোলা প্রয়োজন, যার মাধ্যমে কর্মীরা উপকৃত হবে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে।

অসমতা হ্রাসে, জীবনমানের উন্নয়নে এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় আমরা ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি আকৃতির ব্যবসার শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা বিশ্বের দরিদ্রতম মানুষগুলোর পাশে আছি এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন প্রচেষ্টায় আমরা সহযোগিতা করছি, যোগ করেন জাতিসংঘরে মহাসচিব।

তিনি বলেন, আসুন আমরা একত্রে ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি আকৃতির ব্যবসাগুলোকে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ভূমিকা রাখতে সহযোগিতা করতে প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করি।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।