ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে ঘরে ঢুকে কেয়ারটেকারকে গলাকেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
সাভারে ঘরে ঢুকে কেয়ারটেকারকে গলাকেটে হত্যা

সাভার (ঢাকা): সাভারের বনগাঁও ইউনিয়নে ঘরে ঢুকে নূর ইসলাম (৫০) নামের এক কেয়ারটেকারকে গলাকেটে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (২৭ জুন) ভোর রাতে বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় তার শয়ন কক্ষ থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত নূর ইসলাম ধামরাই থানার সোয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার মৃত লিহাজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাধাপুর এলাকার স্থানীয় আক্তার হোসেনের জমির কেয়ারটেকার হিসাবে কাজ করতেন।  

ভবানি পুলিশ ফাঁরির ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, নূর ইসলামকে নিজ শয়ন কক্ষে কে বা কারা গলাকেটে হত্যা করেছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নূর ইসলাম স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন এবং বাড়িটির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। হত্যাকাণ্ডের সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না দাবি করছেন। নিহতের মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এটি একটি হত্যাকাণ্ড। আমর এ হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছি।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৭ জুন , ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।