টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বুধবার (২৮ জুন) দুপুর একটার পর থেকে যানবাহনের চাপ অনেকটা কমতে শুরু করেছে। ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন।
পুলিশ জানায়, বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর সংঘর্ষ ও এক পিকআপ বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে ভোর সোয়া চারটা থেকে পাঁচটা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে যানজট শুরু হয়। দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, এখন আর মহাসড়কটিতে যানবাহনের কোনো চাপ নেই। মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
জেএইচ