বরিশাল: পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য অপসারণে বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডে কাজ করেছে সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ২টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডে এ বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়।
বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা রেজাউল কবির বলেন, আজ ২টার দিকে নগরের বগুড়া রোড থেকে শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। নগরীর ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৪২টি স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছে। দুপুর থেকে শুরু হওয়া বর্জ্য অপসারণের কাজ চলে রাত ৮টার পর্যন্ত।
বিসিসির প্রায় এক হাজার পরিচ্ছন্নতা কর্মী এই কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া ময়লার ট্রাক, লোডারের মাধ্যমে বর্জ্য অপসারণের কাজ চলেছে। পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছে নগরের সড়কগুলো।
এবারে পশু কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করার আশা করছেন বিসিসি পরিচ্ছন্নতা বিভাগ। যদিও সকাল থেকে বৃষ্টির কারণে বর্জ্য অনেকটাই ধুয়ে রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমএস/এসআরএস