ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের পর বিএনপির আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
ঈদের পর বিএনপির আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনেক কথা বলা হয়, কার্যত কী হয়, তা আপনারাও দেখেন। যাদের জনগণ পরিত্যাগ করেছে, তারা কীভাবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে, সেটি আমার বোধগম্য নয়।

 

তিনি বলেন, তারা হয়তো বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে। তারা হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হতে পারে, গাড়ি ভাঙচুর করতে পারে। সে সমস্ত ঘটনার পুনরাবৃত্তি হয়তো তারা ঘটাতে পারে। এ ধরনের ঘটনা ঘটালে তারা জনবিচ্ছিন্ন হবে, তা যেমনি সত্যি, তেমনি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ, তারা সবসময় এটি মোকাবিলায় প্রস্তুত থাকতে পারে। জনগণ কখনই জ্বালাও-পোড়াও ও হত্যা পছন্দ করে না।

রোববার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

বিএনপি সুপার পাওয়ার নিয়ে সরকার পতনের আন্দোলন করছে- এ বিষয়ে মতামত জানতে চাইলে মন্ত্রী বলেন, সুপার পাওয়ার কাকে বলে সেটি আমরা বুঝি না। তবে আমরা যেটিকে সুপার পাওয়ার বলি, সেটি হলো জনগণ।  

আওয়ামী লীগ সরকার জনগণকে সঙ্গে নিয়ে চলে, সেই জনগণ বাজারে গিয়ে দেখে কাঁচা মরিচের দাম ৮০০-১০০০ টাকা। এ বিষয়টি সরকার কীভাবে দেখছে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ ভালো করে জানে, এ মৌসুমে এ ধরনের বৃষ্টি, বন্যা হলে মরিচের সংকট পড়ে যায়। কারণ সরবরাহ কমে যায়। এ বিষয়টি জনগণ ভালো করে বুঝে গেছে। সেজন্য অনেকেই টবের মধ্যে কাঁচা মরিচের চারা রোপণ করে থাকে। এক হাজার টাকা কাঁচা মরিচ, এটি এক-দুই দিন থাকবে। বৃষ্টি-বন্যা যখন কমে যাবে, তখন নরমাল হয়ে যাবে।

মরিচের দাম এক হাজার টাকা কেজি, স্বরাষ্ট্রমন্ত্রীর সংসার কেমন চলছে- জানতে চাইলে তিনি বলেন, কাঁচা মরিচ দিয়ে তো কারো সংসার চলে না। চাল, ডাল নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
জিসিজি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।