ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারোবাজার মাছ বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত খালেক একই উপজেলার বাদেডিহি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খালেক সকালে বাড়ি থেকে বের হয়ে বারোবাজার মাছ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।  

বারোবাজারের স্টেশন মাস্টার আরিফুর রহমান জানান, সকালে বারোবাজার মাছ বাজার এলাকায় রেল লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে ওই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।