ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়োগ বাণিজ্য, সাবেক এসপি সুব্রতসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
নিয়োগ বাণিজ্য, সাবেক এসপি সুব্রতসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: ১৭ জনকে চাকরি দেওয়ার কথা বলে পরস্পর যোগসাজশে এক কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা ঘুষ নেওয়ায় মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদারসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ জুলাই) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরে সংস্থাটির সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সাবেক কনস্টেবল মো. নুরুজ্জামান সুমন, সাবেক কনস্টেবল জাহিদুল ইসলাম, মাদারীপুর জেলা পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পিয়াস বালা, সাবেক টিএসআই গোলাম রহমান ও ভাড়াটিয়া মো. হায়দার ফরাজী।

জানা গেছে, সাবেক এসপি সুব্রত কুমার হালদারসহ আসামিরা পরস্পর যোগসাজশে ১৭ জনের কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সর্বমোট এক কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা ঘুষ নেন। এর মধ্যে আসামি নুরুজ্জমান ও জাহিদুল ইসলামের সহায়তায় ঘুষের সব টাকা নিজের হেফাজতে নেন এসপি।  

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়ে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে পুলিশ সদরদপ্তরের নির্দেশনা এবং নিয়োগ শর্তাবলী লঙ্ঘন করায় পেনাল কোডের ১৬/৪২০ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সাবেক এসপিসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করল দুদক।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।