ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিসিকে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
সিসিকে করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ

সিলেট: সিলেট সিটি কর্পোরেশনে (সিসিকে) আগামী সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

দুই দিনব্যাপী এই কর্মসূচির আওতায় ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের করোনা টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তিতে নাগরিকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

এদিকে যারা কমপক্ষে চার মাস আগে কোভিড-১৯ টিকার দ্বিতীয় বা তৃতীয় ডোজ নিয়েছেন প্রাপ্যতা অনুযায়ী তাদের তৃতীয় বা চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে। এই কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে নাগরিকরা টিকা নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী টিকাদান কার্যক্রমে সম্মুখসারীর যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।

এছাড়া ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও প্রথম বা দ্বিতীয় ডোজ টিকা নেয়নি, তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুযায়ী করোনার টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।