ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুরি হয়ে গেল গবেষণার জন্য রাখা ৩৮ মোরগ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
চুরি হয়ে গেল গবেষণার জন্য রাখা ৩৮ মোরগ! বিএলআরআইয়ের এই সেডে রাখা মোরগগুলো থেকে চুরি হয় ৩৮টি

সাভার (ঢাকা): সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার জন্য রাখা ৩৮টি মোরগ চুরির ঘটনা ঘটেছে।  

ঈদের আগের রাতে (২৮ জুন) ৫ নম্বর পিওরলাইন মেল সেড থেকে এ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির পোল্ট্রি গবেষণা শাখায় গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।  

মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম নামের কর্মচারী।  

তিনি বাংলানিউজকে বলেন, ঈদের আগের দিন রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে৷ আমাদের এই সেডে ৩০০ টি মোরগ রয়েছে। এর মধ্যে আরআরআই ও হোয়াইট লেগুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে। আমরা ডিউটি করি সকাল থেকে বিকেল পর্যন্ত। এর পর দায়িত্ব থাকে নিরাপত্তা কর্মীদের ওপর।  

এ ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ গবেষণার এই প্রতিষ্ঠানটিতে এমন ঘটনায় নিরাপত্তার ব্যাপক ঘাটতি রয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ঘটনার তদন্ত কমিটি হয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত কমিটির বিষয়টি নিয়ে কথা বলতে চাননি বিএলআরআইয়ের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা।

মোরগগুলোর গবেষণার দায়িত্ব রয়েছেন পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা।

তিনি বাংলানিউজকে বলেন, আমি একটি মিটিং এ আছি। এটাতো সম্পূর্ণই প্রশাসনিক বিষয়।  

বিএলআরআইয়ের নিরাপত্তা প্রধান আহসান হাবিব বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে আপনি সরাসরি এসে কথা বলুন৷ আর এবিষয়ে তদন্ত হবে তারপর জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ১০ , ২০২৩
এসএফ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।