ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
রাজধানীর প্রবেশমুখে পুলিশি তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

সাভার (ঢাকা): রাজধানীর অন্যতম প্রবেশ মুখ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে যাত্রীবাহী বাসসহ পরিবহনগুলোতে পুলিশের তল্লাশি চলছে। প্রত্যেকটি বাস থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

 এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে জানা গেছে, সাভার থেকে রাজধানীতে প্রবেশের সব কয়টি পথে চেকপোস্ট বসানো হয়েছে। বাসে বাসে তল্লাশি চালানো হচ্ছে। রাজধানীর দিকে কোনো বাস স্বভাবিকভাবে আসতে পারছে না। পুলিশি হয়রানি থেকে বাঁচতে অনেক বাস ইউটার্ন নিয়ে সাভারের দিকে ফিরে যাচ্ছে।

এছাড়া মহাসড়কের সাভার এলাকায় গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে।  

সকালে সাভার থেকে ঢাকায় অফিসে আসছিলেন খাইরুল আলম মিন্টু। তিনি জানান, আমিনবাজার পৌঁছালে তার বাস ঘুরিয়ে দেওয়া হয়। তিনি বাংলানিউজকে বলেন, সকালে ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। কিন্তু বলিয়াপুর যাওয়ার পরপরই যানজট সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে হেঁটেই অফিসের দিকে যাচ্ছি।  

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে দুই জঙ্গি পালিয়েছিল, তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ১২ জুলাই, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।