ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে অটোরিকশায় বাসের ধাক্কা, মা নিহত, আহত ২ শিশু সন্তান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
কক্সবাজারে অটোরিকশায় বাসের ধাক্কা, মা নিহত, আহত ২ শিশু সন্তান

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাসের ধাক্কায় তসলিমা আক্তার (৩০) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার দুই শিশু সন্তান।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে ঈদগাঁও উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।

নিহত তসলিমা আক্তার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার নুরুল আজিম ওরফে কালা পুতুর স্ত্রী।

আহতরা হলো- নিহতের মেয়ে সুজন মনি (৪) ও আড়াই বছরের মেয়ে লাবিবা মনি।  

ওসি গোলাম কবির বলেন, বুধবার বিকেলে বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তসলিমা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন তার দুই মেয়ে। পরে স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে ঈদগাঁও স্টেশন এলাকার একটি ক্লিনিকে  ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করলেও বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।