ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্তানের সামনে ঝুলছিল মায়ের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
সন্তানের সামনে ঝুলছিল মায়ের মরদেহ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী এলাকায় শ্যামলী খাতুন (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ওই নারীর ভাইয়ের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার দৌলতখালী স্কুলপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শ্যামরী খাতুন ওই এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ভূট্টা বিক্রির টাকা নিয়ে স্বামী বিল্লাল হোসেনের সঙ্গে স্ত্রী শ্যামলী খাতুনের ঝগড়া হয়। বুধবার সকালে ঘরের ডাফের সঙ্গে শ্যামলীর মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা দৌলতপুর থানায় খবর দেন।

খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় দৌলতপুর থানা পুলিশ।

পরে নিহত ওই নারীর ভাই রতন আলী তার বোনকে হত্যা করা হয়েছে বলে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।